চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত
তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে এই জয় পেল ভারত। এর আগে ২০০২ ও ২০১৩ সালে দুইবার এই শিরোপা ঘরে তুলেছিল তারা। ২৫ বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। আজ যেন সেই হারেরই বদলা নিলেন রোহিতরা।
চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেও টস জিততে পারলেন না রোহিত। ফাইনালেও ব্যতিক্রম কিছু হয়নি। টসে হেরে ফিল্ডিংয়ে নামের তারা। ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি নিউজ়িল্যান্ড; কিন্তু সাত উইকেট হারিয়ে সর্বসাকূল্যে যখন ২৫১ রানে তারা থেমে যায়, তখনই ম্যাচে ফল কী হবে, সেটি অনুমানে ছিল। কিউইদের এই সংগ্রহে অবদান রাখেন ড্যারিল মিচেল (৬৩), ব্রেসওয়েল (৫৩*), রাচিন (৩৭), ফিলিপস (৩৪)। স্পিন শক্তি কাজে লাগিয়েই নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছে ভারত।
শিরোপা জয়ের জন্য ২৫২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা আর শুবমান গিল মিলে ১০৫ রানের দুর্দান্ত সূচনা এনে দেন। স্যান্টনারের বলে গিল আউট হলে ভাঙে জুটি। ৩১ রান করে আউট হন গিল। এরপর ১২২ রানের মধ্যে আরো ২ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে ভারত।
বিরাট কোহলি ফাইনালে জ্বলে উঠতে পারেননি। মাত্র এক রান করে আউট হন এই কিংবদন্তি ব্যাটার। ৭টি চার ও ৩টি ছক্কায় ৭৬ রানের ঝলমলে ইনিংস খেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এরপর দলকে এগিয়ে দেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল মিলে। তারা ৬১ রানের জুটি গড়ে দলের সহজ জয় নিশ্চিত করেন।
ইনিংসের ফিনিশিংটা দেন কে এল রাহুল। ম্যাচে নিউজিল্যান্ড ক্যাচ মিস আর মিস ফিল্ডিংয়ে অনেকটাই পিছিয়ে পড়ে। তা না হলেও ফাইনাল ম্যাচটি লো স্কোরিংয়ের হলেও রং ছড়াতো আরো। স্যান্টনার ও ব্রেসওয়েল ২টি করে উইকেট নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে