কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া পদক্ষেপ
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। এ হামলার পর দেশটির কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এনডিটিভির খবরে বলা হয়, বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে নানা সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলেন, ‘হামলার পেছনে সীমান্তপারের সংযোগ রয়েছে বলেই গোয়েন্দা প্রতিবেদন থেকে ধারণা পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সফলভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলটি অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে— এমন সময়ই এই হামলা ঘটেছে।’
সার্ক ভিসা অব্যাহতি
ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, সার্ক ভিসা কর্মসূচির আওতায় আর কোনো পাকিস্তানি নাগরিক ভারতে প্রবেশ করতে পারবেন না। ইতোমধ্যে যারা এ ধরনের ভিসায় ভারতে অবস্থান করছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে। এর আওতায় বিচারপতি, সংসদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিক ও ক্রীড়াবিদসহ ২৪ ধরনের পেশাজীবী ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন।
ইন্দুস পানি চুক্তি স্থগিত
ভারত আরও ঘোষণা করেছে, ১৯৬০ সালের ইন্দুস পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। পররাষ্ট্র সচিব জানান, পাকিস্তান যদি আন্তরিকভাবে সীমান্তপারের সন্ত্রাসে সমর্থন প্রত্যাহার না করে, তবে এই চুক্তি পুনরায় কার্যকর হবে না।
সীমান্ত পথ ও হাইকমিশনের পদক্ষেপ
পাঞ্জাবের আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেক পোস্ট বন্ধ করে দেয়া হয়েছে। যেসব পাকিস্তানি নাগরিক বৈধ অনুমতি নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তাদের ১ মে’র মধ্যে ওই পথ ব্যবহার করে দেশে ফিরে যেতে বলা হয়েছে।
আরও একটি বড় পদক্ষেপ হিসেবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের দিল্লি হাইকমিশনে নিযুক্ত প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের 'অপ্রিয় ব্যক্তি' ঘোষণা করা হয়েছে এবং তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। একইভাবে ইসলামাবাদে ভারতের হাইকমিশন থেকেও এসব উপদেষ্টা ও পাঁচজন সহকারী কর্মীকে প্রত্যাহার করা হবে।
দুই দেশের হাইকমিশনে কর্মরত সদস্যসংখ্যা কমিয়ে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনার সিদ্ধান্তও কার্যকর হবে ১ মে থেকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে