Views Bangladesh

Views Bangladesh Logo

পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

পার্থে প্রথম টেস্টে অসাধারণ পারফরম্যান্সে ভারত অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। চতুর্থ দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়াকে ২৩৮ রানে অলআউট করে জয়ের স্বাদ নেয় ভারত।

এ জয়ের ফলে ২০১৮-১৯ সফর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার মাটিতে গত ৯ টেস্টের মধ্যে ৫টিতে জয় এবং মাত্র ২টিতে হার দেখল ভারত। এ সময়ে অস্ট্রেলিয়ার মাটিতে জয় পাওয়া একমাত্র অন্য দলটি হলো ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিনের শেষ ভাগে জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের বিধ্বংসী বোলিংয়ে ১২ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া চতুর্থ দিন শুরু করে। দিনের শুরুতেই সিরাজের দুর্দান্ত ডেলিভারিতে উসমান খাজা টপ এজড পুলে ক্যাচ আউট হয়ে ফেরেন, স্কোর দাঁড়ায় ১৭/৪। এরপর সিরাজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে স্টিভ স্মিথ ১৭ রানে আউট হন কিপারের হাতে ক্যাচ দিয়ে।

ট্রাভিস হেড (৮৯) এবং মিচেল মার্শ (৪৭) পাল্টা আক্রমণে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে দুপুরের সেশনে বুমরাহ এবং নীতীশ কুমার রেড্ডির বলে তারা দ্রুত আউট হয়ে যান। অফ-স্পিনার ওয়াশিংটন সুন্দার মিচেল স্টার্ককে শর্ট লেগে ক্যাচে পরিণত করার পর নাথান লায়নকে বোল্ড করেন। শেষ পর্যন্ত নীতিশ রানার এক চমৎকার স্লোয়ার বলে অ্যালেক্স ক্যারি বোকা হয়ে আউট হলে ম্যাচ শেষ হয়।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টানা তৃতীয়বার জায়গা নিশ্চিত করতে ভারতকে পরবর্তী চারটি টেস্টের মধ্যে তিনটি জয় পেতেই হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৬ ডিসেম্বর অ্যাডিলেডে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ