Views Bangladesh Logo

বিশ্বকাপে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ থেকে ভারতের মুক্তি

স্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারানোর মধ্য দিয়ে ভারত তার বিরুদ্ধে প্রচারিত চারটি অভিযোগ থেকে মুক্ত হয়েছে।

এক. ভারত বিশেষভাবে তৈরি করা বল দিয়ে বোলিং করে প্রতিপক্ষকে ঘায়েল করে চলেছে। দুই. টসের ব্যাপারে অভিযোগ উঠেছিল যে, ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ইচ্ছে করেই সার্কেলের বাইরে টসিং কয়েন ফেলে (নিউজিল্যান্ডের সঙ্গে সেমি ফাইন্যাল ম্যাচ) টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। তিন. খেলার আগের রাতে পিচ পরিবর্তন করে ভারত। চার. আইসিসি ও বিসিসিআই– এ দুই সংস্থার মধ্যে এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে একটা গোপন চুক্তি হয়েছে।

ভারতকে এবার বিশ্বকাপ দিয়ে দেয়া হবে। ভারতের জয়রথ কেউ থামাতে পারবে না। থামাতে দেয়া হবে না। বোঝা গেল ব্যাপারটা? কাপ হারানোর বেদনার বিপরীতে ভারত যে এইসব অপপ্রচার থেকে মুক্ত হলো, এর মূল্য কাপ জয়ের চেয়ে কম কিছু নয়।

আমার তো মনে হয় বেশি। ভারত যদি কাপ জয় করত, তাহলে এই গুঞ্জরিত চারটি অভিযোগ তো ভারতকে ঘিরে চলতে থাকতই, উপরন্তু আরও কোনো নতুন অভিযোগ উত্থাপিত হতো।

অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ হারানোর মধ্য দিয়ে ভারত, বিসিসিআই এবং আইসিসি মুক্ত হলো বিশ্বকাপ নিয়ে ছড়ানো ‘ষড়যন্ত্র তত্ত্ব’ থেকে। সার্বিকভাবে লাভবান হলো বিশ্ব ক্রিকেট। ওম শান্তি! ওম শান্তি!

লেখক: কবি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ