বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল ভারত
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আমাদের এই অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, যা পারস্পরিক সংবেদনশীলতা, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে।’
তিনি অধ্যাপক ইউনূস ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।
‘এই দিন আমাদের যৌথ ইতিহাস ও আত্মত্যাগের প্রতিচ্ছবি বহন করে, যা আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপন করেছে,’ বলেন মোদি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা আমাদের সম্পর্কের পথপ্রদর্শক হিসেবে কাজ করছে, যা বহু ক্ষেত্রে প্রসারিত হয়ে দুই দেশের জনগণের জন্য বাস্তবিক সুফল বয়ে এনেছে।’
অন্যদিকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় বলেন, ‘ভারত সরকারের, জনগণের এবং আমার পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসের উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমাত্রিক, যেখানে বাণিজ্য, বহুমুখী সংযোগ, উন্নয়ন অংশীদারিত্ব, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা এবং জনগণ থেকে জনগণের বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা রয়েছে।’
ভারতের রাষ্ট্রপতি জানান, ভারতের ‘প্রথম প্রতিবেশী’ নীতি ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতিতে বাংলাদেশ বিশেষ গুরুত্ব লাভ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে