বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের: জয়শঙ্কর
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলা নিয়ে পাল্টা মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বঙ্গোপসাগর অঞ্চলে ভারতেরই সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক সম্মেলনে বক্তব্য দেয়ার সময় জয়শঙ্কর এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমাদের, অর্থাৎ ভারতের, বঙ্গোপসাগরে সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬ হাজার ৫০০ কিলোমিটার। ভারত পাঁচটি বিমসটেক সদস্য দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নেয়, বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ান অঞ্চলের মধ্যে সংযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।
আমাদের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে বিমসটেকের সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যেখানে রয়েছে বিস্তৃত সড়ক, রেলপথ, নৌপথ, বিদ্যুৎ গ্রিড ও পাইপলাইনের নেটওয়ার্ক।’ বিমসটেকের সদস্য দেশগুলো হলো ভারত, বাংলাদেশ, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, নেপাল ও শ্রীলঙ্কা।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘স্থলবেষ্টিত’ বলার পাশাপাশি বাংলাদেশকে ‘এলাকার একমাত্র অভিভাবক’ হিসেবে উল্লেখ করে চীনের অর্থনৈতিক সহযোগিতা চাওয়ার বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের পর জয়শঙ্করের এই বক্তব্যকে তার সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে।
তিনি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে ‘সাগরসংযোগহীন’ বলার ধারণাকে নাকচ করে দিয়ে বলেন, ‘এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে বিকশিত হচ্ছে।’ জয়শঙ্কর বলেন, ‘আমাদের উত্তর-পূর্বাঞ্চল বিমসটেক অঞ্চলের একটি সংযোগ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে, যেখানে রয়েছে বিস্তৃত সড়ক, রেলপথ, নৌপথ, বিদ্যুৎ গ্রিড ও পাইপলাইন নেটওয়ার্ক।’
তিনি আরও বলেন, ‘ত্রিপাক্ষিক মহাসড়ক প্রকল্প সম্পন্ন হলে এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে সরাসরি প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করবে।’
প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে পরোক্ষভাবে ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন, ‘আঞ্চলিক সহযোগিতা ছাঁকনি পদ্ধতিতে বেছে নেয়ার মতো নয়, বরং এটি একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি।’ তিনি বিমসটেককে শক্তিশালী করতে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে