ভারতে কার্যকর হলো নাগরিকত্ব আইন
আগামী এপ্রিল ও মে মাসে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তবে সেই নির্বাচনের আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করল ভারত। এর ফলে মঙ্গলবার থেকেই নাগরিকত্ব পেতে আবেদন জানাতে পারবেন বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা বাসিন্দারা।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়টি জানানো হয়।
সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মীয় সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন, এ আইনে তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
তবে এই আইনের বিরোধিতাকারীদের অভিযোগ, আইনটি ভারতের সংবিধানের পরিপন্থী। কেননা, এই আইনে ধর্মীয় কারণে নাগরিকদের মধ্যে বৈষম্য করা হচ্ছে।
একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মমতা বলেছেন, রাজ্যে কিছুতেই সিএএ চালু হতে দেবেন না তিনি।
অন্যদিকে মোদির দল বিজেপি বলছে, এই আইনে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যাঁরা ধর্মীয় বৈষম্যের কারণে এ দেশে চলে এসেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৯ সালে এই আইনটি পাশ করেছিল নরেন্দ্র মোদির সরকার। এরপর থেকেই এই আইনের বিরোধিতা নিয়ে সহিংসতার ঘটনাও ঘটে। এতে প্রাণ হারান শতাধিক মানুষ। এবারও বিক্ষোভ–সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারতের সব জেলার পুলিশ প্রশাসনকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে