Views Bangladesh Logo

শিলিগুড়িতে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন

বাংলাদেশ ও চীনকে পৃথক করেছে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’। করিডোরের এক পাশে ভারতের মূল ভূখণ্ড থাকলেও অপর পাশে রয়েছে সাতটি রাজ্য, যেগুলোর সঙ্গে কোনো সমুদ্রবন্দর নেই। ফলে এই অঞ্চলের বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের উদ্বেগ রয়েছে।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই ‘চিকেনস নেক’ করিডরের গুরুত্বের ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশেষ নজর দিচ্ছে। এর অংশ হিসেবে শিলিগুড়ি করিডরের নিরাপত্তায় সম্প্রতি রাশিয়ার তৈরি এস -৪০০ এর মতো আধুনিক এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করেছে দেশটির সেনারা।

ইন্ডিয়া ডট কম প্রকাশিত এক সংবাদে দাবি করা হয়েছে, নিরাপত্তার ক্ষেত্রে এই সেক্টরকে ভারতীয় সেনার তরফে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

চিকেনস নেকের সঙ্গে যেমন বাংলাদেশের সীমান্ত আছে তেমনই চিনেরও কিছুটা অংশ রয়েছে। ভৌগলিক এবং রণকৌশলগতভাবে খুবই স্পর্শকাতর এই এলাকা। এ জন্য নিরাপত্তার ক্ষেত্রে কোথাও কোনো ঘাটতি রাখতে চাইছে না মোদী সরকার।

রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পাশাপাশি ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। যা ৫০০ কিলোমিটার দূরের স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তুতে দ্রুত এবং নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।

চিনের সঙ্গে সম্পর্কের অবনতির পরেই ২০২২ সালে চিকেনস নেক করিডোরের কাজে প্রায় ১০০০ কোটি রুপি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার।

ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান সম্প্রতি সামরিক বাহিনী অপারেশনাল প্রস্তুতি পর্যালোচনা করতে উত্তরবঙ্গ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেন। এছাড়াও নিরাপত্তা কৌশল সম্পর্কে সামরিক কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনাও করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ