Views Bangladesh Logo

শেখ হাসিনাবিরোধী আন্দোলন সম্পর্কে অবগত ছিল ভারত: দ্য হিন্দুকে জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

ত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের আগে দেশটিতে ক্রমবর্ধমান হাসিনাবিরোধী আন্দোলন সম্পর্কে ভারত অবগত ছিল। শনিবার (২২ মার্চ) পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির কাছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু ।

জয়শঙ্কর জানান, ভারতসহ আরও কয়েকটি দেশ বাংলাদেশে চলমান অস্থিরতা সম্পর্কে অবগত ছিল।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলা হয়েছে, এই প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করেন জয়শঙ্কর, যেখানে তুর্ক বলেছিলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনের সময় জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে নিরস্ত্র বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর জন্য সতর্ক করেছিল। সংঘর্ষে জড়ালে জাতিসংঘ তাদেরকে শান্তিরক্ষা মিশন থেকে নিষিদ্ধ করার কথা ভাববে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এই পরামর্শক কমিটির অনুষ্ঠিত বৈঠকে ভারতের পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনার জন্য জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সদস্যরা। বৈঠককালে তাদের আলোচনায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাম্প্রতিক অবস্থা প্রাধান্য পায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ