এমপি আনার হত্যা ‘মামলা’র তদন্তে সব ধরনের সহযোগিতা করবে ভারত
এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলা তদন্তে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানান।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে তার কাছে দুটি প্রশ্ন করা হয়েছিল। তার মধ্যে প্রথমটি হলো, ‘বাংলাদেশের পার্লামেন্টারিয়ান আনোয়ারুল আজীম আনার ভারতে এসে উধাও হয়ে গেছেন এবং খবর পাওয়া যাচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার লাশও নাকি টুকরো টুকরো করে কলকাতার বিভিন্ন প্রান্তে ছুড়ে ফেলা হয়েছে। এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কোনো তথ্য আছে কি ? দ্বিতীয়টি হলো, বাংলাদেশ সরকার কি এ বিষয়টি ভারতের কাছে উত্থাপন করেছে?’
জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমি এ প্রসঙ্গে যেটা বলতে পারি তা হলো-এই নির্দিষ্ট মামলাটির তদন্ত করা হচ্ছে। বাংলাদেশ ও ভারত উভয় দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ ব্যাপারে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করছে। তারা নিজেদের মধ্যে প্রয়োজনীয় তথ্য বা সাক্ষ্যপ্রমাণও শেয়ার করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকে চলমান তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ পক্ষকে সব ধরনের সমর্থন ও সহযোগিতাও দেয়া হচ্ছে।’
প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ-৪ আসনের সংস সদস্য আনোয়ারুল আজীম আনার। এরপর ২২ মে কলকাতার নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয়। এমপি আনারকে খুনের পর তার দেহ ৮০ টুকরো করে নিউটাউন, ভাঙড় এলাকার নানা জায়গার জলাশয়ে ফেলে দেয়া হয়। এ ঘটনায় গত ২৬ মে ডিবি প্রধানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল কলকাতায় যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে