দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) যুব বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে প্রোটিয়া যুবাদের তিন উইকেটের ব্যবধানে হারায় ভারতের যুবারা।
এদিন বেনোনিতে অনুষ্ঠিত এ সেমি-ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকরা ৭ উইকেট হারালেও ৫০ ওভার শেষে ২৪৪ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে। এর মধ্যে ওপেনার ড্রে প্রিটোরিয়াস ৭৬ ও রিচার্ড সেলেটসোয়ান ৬৪ রান করেন। এ ছাড়াও ২০ এর ওপর রান করেন প্রোটিয়াদের আরও তিন ব্যাটসম্যান।
অন্যদিকে ভারতের হয়ে ৬০ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন রাজ লিম্বানি, দুটি উইকেট পেয়েছেন মুশির খান।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানে চার উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ দল । এতে জয়ের সুবাস পাচ্ছিল প্রোটিয়ারা। তবে সেটা হতে দেননি ভারতের অধিনায়ক উদয় সাহারান ও শচিন দাস। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন মিলে যোগ করেন ১৭১ রান। সেঞ্চুরি থেকে চার রান দূরে ৯৬ রান করে আউট হন শচিন। ৯৫ বলের ইনিংসে ১১টি চার ও একটি ছক্কা হাকান তিনি। অধিনায়ক উদয় জয় থেকে এক রান দূরে থাকতে রান আউট হন। আউট হওয়ার আগে ৮১ রান করেন তিনি।
অন্যদিকে প্রোটিয়াদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন মাপাখা ও ট্রিস্টান লাস।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে