Views Bangladesh Logo

ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়ার বিষয়ে যা বলল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

ফারাক্কা বাঁধের গেট খুলে দেয়া সম্পর্কে ভারত সরকার বলেছে, ভুল বোঝাবুঝি তৈরি করার জন্য ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানোর খবর দেখেছে তারা, যা সত্য দিয়ে দৃঢ়ভাবে মোকাবিলা করা উচিত।

এ বিষয়ে সোমবার (২৬ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা গণমাধ্যমে ফারাক্কা ব্যারাজ গেট খুলে দেয়ার খবর দেখেছি। যার ফলে নদীর স্বাভাবিক গতিপথে ১১ লাখ কিউসেকেরও বেশি পানি গঙ্গা ও পদ্মা নদীতে প্রবাহিত হবে।’

তিনি আরও বলেন, উজানে ভারি বৃষ্টিপাতের ফলে গঙ্গা নদীর অববাহিকায় প্রবাহ বৃদ্ধি একটি স্বাভাবিক মৌসুমি ঘটনা।

মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এটি বুঝতে হবে যে, ফারাক্কা শুধু একটি ব্যারাজ মাত্র, বাঁধ নয়। যখনই পানির স্তর জলাশয়ের নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন পানির প্রবাহ অতিক্রম করে।’

তিনি বলেন, ফারাক্কা খালে ৪০ হাজার কিউসেক পানি প্রবাহিত করার একটি কাঠামো মাত্র। এটি মূল গঙ্গা বা পদ্মা নদীর গেট দিয়ে সাবধানে নিয়ন্ত্রণ করা হয়। এতে ভারসাম্যপূর্ণ পানি মূল নদীতে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়।

মুখপাত্র জানান, প্রটোকল অনুযায়ী নিয়মিত ও সময়মতো যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তথ্য আদান-প্রদান করা হয়। এবারও তা করা হয়েছে।

এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খন্ড রাজ্যে বন্যার পানি চাপ সামলাতে ফারাক্কা ব্যারাজের ১০৯টি গেট খুলে দেয়া হয়েছে।

ব্যারাজ কর্তৃপক্ষও জানায়, ফারাক্কা বাঁধ এলাকার পানি বিপৎসীমার ৭৭ দশমিক ৩৪ মিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাই গেট খুলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ