Views Bangladesh Logo

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা

পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতের, আটারি সীমান্ত বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে সিন্ধু পানি চুক্তি অবিলম্বে স্থগিত করাসহ পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত।

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নয়াদিল্লি জানিয়েছে, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন না করা পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে না। একইসঙ্গে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

এছাড়া সার্ক ভিসা প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূর্বে যাদের ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল বলে গণ্য হবে।

বর্তমানে যারা ওই ভিসা নিয়ে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সেনা, নৌ ও বিমান উপদেষ্টাদের 'অবাঞ্ছিত' ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে ইসলামাবাদে কর্মরত ভারতীয় সামরিক উপদেষ্টাদেরও ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নয়াদি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ