ভারত-মালদ্বীপ টানাপোড়েন
মহাসাগরে নজরদারি বাড়াতে লাক্ষাদ্বীপে ভারতের নতুন নৌঘাঁটি
মালদ্বীপের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এবার নিরাপত্তা বাড়াতে লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি বানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
গত মাসের শুরুর দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পরই নতুন এই পদক্ষেপ নিচ্ছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ভারত মহাসাগরে নজরদারি আরও জোরদার করার ভাবনা থেকেই লাক্ষাদ্বীপে নতুন নৌঘাঁটি তৈরির এ পরিকল্পনা। আগামী ৬ মার্চ ভারতের নৌবাহিনী এ পরিকল্পনা ঘোষণা করবে।
জানা যায়, লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে প্রাথমিকভাবে আইএনএস ‘জটায়ু’ রণতরী মোতায়েন করা হবে। পরে এই তরীকে কেন্দ্র করে গড়ে তোলা হবে ‘আইএনএস জটায়ু’ নৌঘাঁটি।
ঘাঁটিটি থেকে মালদ্বীপ সংলগ্ন সাগরে নজর রাখা সম্ভব হবে। প্রাথমিকভাবে ‘জটায়ু’তে হাতেগোনা কয়েক জন নৌ কর্মকর্তা ও কর্মীকে পাঠানো হবে। সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বাড়বে।
লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণের দ্বীপ ‘মিনিকয়’। মালাক্কা প্রণালী ও এডেন উপসাগর ও হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলে যাওয়া বাণিজ্যপথের দু’পাশজুড়ে এই দ্বীপের অবস্থান।
সেখানে নৌঘাঁটি হলে ভারতের নৌবাহিনীর আভিযানিক ক্ষমতা আরও বাড়বে। “পশ্চিম আরব সাগরে জলদস্যু-বিরোধী ও মাদক-বিরোধী অভিযান আরও ভালভাবে পরিচালনা করতে পারবে ভারতের নৌবাহিনী”, বিবৃতিতে ভারতের নৌবাহিনী এ কথা জানায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে