Views Bangladesh

Views Bangladesh Logo

মণিপুরে ৫ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের সিদ্ধান্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ভারত সরকার মণিপুরে সশস্ত্র সংঘর্ষের পরিস্থিতি মোকাবেলায় ৫ হাজার অতিরিক্ত আধাসামরিক সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এএফপি রিপোর্টে বলা হয়, মণিপুরে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেইতেই সম্প্রদায় মূলত হিন্দু, কুকি সম্প্রদায় প্রধানত খ্রিষ্টান। ২০২৩ সালের মে মাস থেকে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে।

একটি সরকারি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, দিল্লি সরকার মণিপুরে ৫০টি অতিরিক্ত আধাসামরিক বাহিনীর কোম্পানি পাঠানোর নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর প্রতিটি কোম্পানিতে ১০০ সেনা থাকে। এই বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত বাহিনী সপ্তাহের শেষে মণিপুরে মোতায়েন করা হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ