Views Bangladesh

Views Bangladesh Logo

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

কানপুর টেস্টে বাংলাদেশকে অল্প রানে থামিয়ে ম্যাচ জিতে নিলো ভারত। দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।

মঙ্গলবার দ্বিতীয় টেস্টের শেষ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ১৪৬ রানে। একমাত্র ফিফটি করেন সাদমান ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন মুশফিক। অশ্বিন, জাদেজা আর বুমরাহ ৩টি করে উইকেট নেন। ভারতের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় মাত্র ৯৫ রান।

ছোট্ট লক্ষ্য তাড়াতে আগ্রাসী ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৭ উইকেটে জিতে নেয় ভারত। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১ উইকেট তুলেছেন তাইজুল ইসলাম। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন জাইসওয়াল।

এর আগে চেন্নাই টেস্টে ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরেছে নাজমুল শান্তর দল। ৫১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। ভারত তুলে নেয় ২৮০ রানের বিশাল জয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ