Views Bangladesh Logo

বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিকভাবে কাজ চালিয়ে যাবে ভারত: জয়শঙ্কর

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া না দেখিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ চালায় ভারত।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার বার্লিনে তিনি এ কথা বলেন।

জয়শঙ্কর বলেন, ‘আপনারা জানেন যে, বাংলাদেশ সরকারে পরিবর্তন এসেছে। আমরা স্পষ্টতই বর্তমান সরকারের সাথেই কাজ চালিয়ে যাই। এটি আমরা করে থাকি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে, গণমাধ্যমে কী প্রতিবেদন আসলো না আসলো সেটি এখানে মুখ্য নয়।’

শেখ হাসিনা এরই মধ্যে ১০০ টিরও বেশি হত্যা মামলার আসামি। এজন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে প্রায়ই গণমাধ্যমে কথা বলছেন।

উল্লেখ্য যে, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এদিকে হাসিনা ও তার আত্মীয়-স্বজনদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। এই অবস্থায় তিনি ভারতে কতদিন থাকতে পারবেন এবং তাকে সম্ভাব্য প্রত্যর্পণের মুখোমুখি হতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ