Views Bangladesh

Views Bangladesh Logo

ভারত-বাংলাদেশ একে অপরকে অনেক কিছু দিতে পারে: প্রণয় ভার্মা

Diplomatic  Correspondent

কূটনৈতিক প্রতিবেদক

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ‘বর্তমান পরিস্থিতি সত্ত্বেও তিনি ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক নিয়ে আশাবাদী।’

তিনি উল্লেখ করেন, দুই দেশ এমন অনেক কিছু একে অপরকে দিতে পারে যা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

প্রণয় ভার্মা বলেন, ‘আমরা সম্পর্কটিকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থেকে দেখি, স্বল্পমেয়াদী নয়। আমাদের সম্পর্কের প্রতি পারস্পরিক সংবেদনশীল হওয়া দরকার— একে অপরের স্বার্থ, উদ্বেগ এবং আকাঙ্ক্ষার প্রতি।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের জন্য একে অপরের অগ্রগতি ও সমৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশকে নিয়ে ইতিবাচক, স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে চাই, যা উভয় পক্ষের জন্য উপকারী হবে।’

হাইকমিশনার বলেন, ‘যে কোনো ধারণা যে সম্পর্ক থমকে আছে, তা সঠিক নয়। বরং আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে কাজ করছি।’

তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তার ফোনালাপের কথা উল্লেখ করেন। এছাড়াও, ১৭ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে যোগ দেয়ার জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানোর কথাও উল্লেখ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাক্ষাৎ এবং সম্প্রতি পররাষ্ট্র সচিব পর্যায়ে অনুষ্ঠিত পররাষ্ট্র কার্যালয়ের আলোচনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, ‘এগুলো সম্পর্কের গতি থেমে নেই এবং এগিয়ে যাচ্ছে তা প্রমাণ করে।’

হাইকমিশনার বলেন, ‘সম্পর্কের দৃঢ়তা রয়েছে এবং ভারত থেকে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহ অব্যাহত রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে যত ভিসা দেয়া হয়, তা সম্ভবত অন্য সব দূতাবাস মিলিয়ে দেয়ার থেকেও বেশি।’

এই আলোচনার সময় তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভবিষ্যত-নির্ভর দৃষ্টিভঙ্গি থেকে দেখার ওপর গুরুত্বারোপ করেন এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ