Views Bangladesh

Views Bangladesh Logo

ইউক্রেনে ঢুকছে ভারতীয় গোলা, রাশিয়ায় বাড়ছে ক্ষোভ

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতীয় অস্ত্র নির্মাতারা ইউরোপের বেশ কয়েকটি দেশের কাছে আর্টিলারি গোলা বিক্রি করছে। তবে নিজেরা ব্যবহার না করে ইউরোপীয়রা এসব গোলা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনে পাঠিয়ে দিচ্ছে। এ নিয়ে মস্কো আপত্তি জানালেও গোলা রপ্তানি বন্ধ করতে কোনো হস্তক্ষেপ করেনি নয়াদিল্লি। এতে ভারত রাশিয়ার দুশমনে পরিণত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ১১ জন ভারতীয় ও ইউরোপীয় সরকারি-প্রতিরক্ষা কর্মকর্তা এবং কাস্টমসের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্র ও কাস্টমসের তথ্য বলছে, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদারে এক বছরের বেশি সময় ধরে ভারতীয় অস্ত্রের হস্তান্তর হয়ে আসছে। যদিও ভারতীয় অস্ত্র রপ্তানি আইনে স্পষ্ট বলা আছে যে একমাত্র ঘোষিত ক্রেতাই কেনা অস্ত্র ব্যবহার করতে পারবে। এর ব্যত্যয় করলে ভবিষ্যতে অস্ত্র বিক্রি বন্ধ করে দিতে পারে ভারত সরকার।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গত জুলাইয়ের বৈঠকের সময়সহ ক্রেমলিন অন্তত দুটি অনুষ্ঠানে বিষয়টি উত্থাপন করেছে। এমনটাই জানিয়েছেন তিনজন ভারতীয় কর্মকর্তা।

এ বিষয়ে রাশিয়া ও ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো প্রশ্নের জবাব দেয়নি। ইউক্রেনীয়, ইতালীয়, স্প্যানিশ ও চেকের প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইউক্রেনে আর্টিলারি গোলা পাঠায়নি বা বিক্রি করেনি ভারত।

দুটি ভারতীয় সরকারি ও দুটি প্রতিরক্ষা শিল্প সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইউক্রেনের ব্যবহৃত গোলাবারুদের খুব কম পরিমাণ উৎপাদন করে ভারত। যুদ্ধ শুরুর পর কিয়েভ যে অস্ত্র আমদানি করেছে সেটার এক ভাগের কম হতে পারে।

ইউরোপীয় গ্রাহকরা কিয়েভের কাছে এসব গোলা পুনরায় বিক্রি করেছে নাকি অনুদান হিসেবে দিয়েছে, না নিশ্চিত হতে পারেনি রয়টার্স।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ