Views Bangladesh

Views Bangladesh Logo

সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ জয়শঙ্করের

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

পারস্পরিক সম্মানের ভিত্তিতে আঞ্চলিক অখণ্ডতা এবং সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (১৬ অক্টোবর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৩তম সম্মেলন তিনি এ কথা বলেন।

সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘ তিন শয়তান’ বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রকৃত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে ওঠে, একতরফা এজেন্ডার উপর নয়।

কোভিড মহামারীসহ ইসরায়েল-হামাস-হিজবুল্লাহ এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, এই শীর্ষ সম্মেলনটি ‘বিশ্বজুড়ে চলা একটি কঠিন সময়ে’র মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, ‘বিভিন্ন ধরনের ব্যাঘাত অর্থাৎ চরম জলবায়ু পরিবর্তনের ঘটনা থেকে শুরু করে সরবরাহ শৃঙ্খল অনিশ্চয়তা ও আর্থিক অস্থিরতা বৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে। টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বিশ্ব পিছিয়ে পড়লেও ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়।

জয়শঙ্কর আরও বলেন, প্রযুক্তি ভালো প্রতিশ্রুতি দেয়, এর পাশাপাশি নতুন উদ্বেগ তৈরি করে। কীভাবে এই চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করা যায় এসসিও’র সদস্যদের সাড়া দেওয়া উচিত?

সংঘাত প্রতিরোধের জন্য বহুমুখী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ এবং চরমপন্থা দ্বারা চিহ্নিত সীমান্তপারের কার্যকলাপগুলো বাণিজ্য, শক্তি প্রবাহ, সংযোগকে উৎসাহিত করার সম্ভাবনা কম।’

এসসিও’র সম্মেলনকে কেন্দ্র করে দুই দিনের সফরে পাকিস্তানে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। পাকিস্তানে পৌঁছানোর পরে তাঁকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইলিয়াস মেহমুদ নিজামি।

দুই দিনব্যাপী এই বৈঠকে সভাপতিত্ব করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে সংগঠনের বাণিজ্য ও অর্থনৈতিক এজেন্ডার ওপর জোর দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ