Views Bangladesh Logo

ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রস‌চিব

লতি মাসের ৮ মে বুধবার ঢাকা সফরে আস‌ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার কথা রয়েছে তার। ঢাকার এক‌টি কূটনৈ‌তিক সূত্র কোয়াত্রার ঢাকা সফ‌রের তথ্য নি‌শ্চিত করেছে।

সূত্র জানায়, আগামী ৮ মে ভারতীয় পররাষ্ট্র স‌চিবের ঢাকায় আসার তা‌রিখ চূড়ান্ত হয়েছে। ঢাকা সফরে তার মূল বৈঠক হবে পররাষ্ট্র স‌চিব মাসুদ বিন মোমেনের স‌ঙ্গে। গত ২০ এ‌প্রিল ঢাকায় আসার কথা ছিল ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রার। তবে অনিবার্য কারণে ভারতের পররাষ্ট্রসচিবের পূর্বনির্ধারিত সেই সফর স্থগিত হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এর আগে বাংলাদেশ ও ভারত আগামী জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করেছিল। এখন প্রধানমন্ত্রীর ওই সফর পিছিয়ে জুলাইয়ে আয়োজন করতে চাইছে ভারত। ঢাকা সফরের সময় বিনয় কোয়াত্রা এটি বাংলাদেশের কাছে তুলে ধরতে পারেন।

দক্ষিণ এশিয়ার দুই নিকট প্রতিবেশী দেশে জাতীয় নির্বাচনের শেষে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর শীর্ষ বৈঠকটি হওয়ার কথা রয়েছে। আর দুই দেশের শীর্ষ নেতাদের আলোচনার অন্যতম বিষয় হবে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বণ্টন চুক্তি।

অভিন্ন নদীটির পানি বণ্টনের পাশাপাশি তিস্তাকে ঘিরে বৃহদায়তন পরিকল্পনার প্রসঙ্গটি আলোচনায় আসতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে। বিশেষ করে চীনের অর্থায়নে তিস্তাকে ঘিরে একটি প্রকল্প নিয়ে বাংলাদেশের আলোচনা হচ্ছে। আর অভিন্ন নদীটিকে ঘিরে চীনের প্রকল্প নিয়ে অস্বস্তি আছে ভারতের।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জুলাইয়ের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় সফর দিল্লিতে হবে, এ বার্তা ভারতের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ