Views Bangladesh Logo

পেঁয়াজ ও বাসমতি চাল রপ্তানির শর্ত শিথিল করল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত পেঁয়াজ ও বাসমতি চাল রপ্তানির ওপর বিধিনিষেধ শিথিল করেছে। পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে বাসমতি চাল ও পেঁয়াজের রপ্তানি থেকে আয় কমে যাওয়ায় চাষি ও ব্যবসায়ীরা শুল্ক কমানোর দাবি জানিয়ে আসছিল।

বিধিনিষেধ শিথিলে গত অক্টোবরে বাসমতি চাল রপ্তানিতে বেঁধে দেওয়া প্রতি টন চালের সর্বনিম্ন মূল্য ৯৫০ ডলারের শর্তও বাতিল করা হয়েছে। শুক্রবার দেশটির বাণিজ্য বিভাগের জারি করা পৃথক এক আদেশের মাধ্যমে এই শর্ত বাতিল করা হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বা ‘মিনিমাম এক্সপোর্ট প্রাইস’–সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এই সিদ্ধান্ত অবিলম্বের কার্যকর হবে। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

ভারত একসময় পেঁয়াজ রপ্তানি অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে চলতি বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়। এ ছাড়া রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটির সরকার।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ