Views Bangladesh Logo

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে থাকবে পাকিস্তানের নাম

Sports Desk

ক্রীড়া ডেস্ক

০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে ভারতীয় জার্সিতে ‘পাকিস্তান’ নাম ছাপানোর বিরোধিতা শুরুতে করলেও, এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইউনিফর্ম নীতিমালা অনুসরণ করবে বলে নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

বিসিসিআই-এর সচিব দেবজিত শইকিয়া সম্প্রতি জানিয়েছেন, ভারত জার্সিতে পাকিস্তানের নাম নিয়ে কোনো আপত্তি করেনি।

শইকিয়া উল্লেখ করেন, আইসিসি-এর নিয়ম অনুযায়ী প্রতিটি দলের জার্সিতে টুর্নামেন্টের লোগো এবং আয়োজক দেশের নাম প্রদর্শন বাধ্যতামূলক।

শইকিয়া পিটিআইকে বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন বিসিসিআই আইসিসি-এর ইউনিফর্ম সংক্রান্ত প্রতিটি নিয়ম মেনে চলবে। অন্যান্য দল যেমন লোগো এবং পোশাক কোড অনুসরণ করবে, আমরাও তা অক্ষরে অক্ষরে পালন করব।’

তবে ভারতের ম্যাচগুলো পাকিস্তানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অনুষ্ঠিত হবে। হাইব্রিড মডেলের আওতায় নিরপক্ষ ভেন্যুতে ভারতের খেলার সিদ্ধান্ত অনুমোদন করেছে আইসিসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ