Views Bangladesh Logo

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ছিনতাই জাহাজ উদ্ধার করল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে ১৭ জন নাবিকসহ একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ সময় জাহাজে থাকা ৩৫ জন জলদস্যুদের সবাই আত্মসমর্পণ করে বলে আন্তর্জাতিক আল-জাজিরার খবরে জানানো হয়।

শনিবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে ভারতীয় নৌবাহিনী। সেই পোস্টে আরও বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) এমভি রুয়েন নামের বাল্ক ক্যারিয়ারের মাল্টার পতাকাবাহী জাহাজটি উদ্ধার করে তারা। যেটি গত বছরের শেষ দিকে ছিনতাই করা হয়েছিল।

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, বিশেষ কমান্ডোদের সহযোগিতায় ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের কাছ থেকে ছিনতাই করা একটি পণ্যবাহী জাহাজ উদ্ধার করেছে এবং ১৭ জন ক্রু সদস্যকে উদ্ধার করেছে।

ভারতীয় নৌবাহিনী আরও জানায়, উদ্ধারের পর জাহাজটিতে অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক ছিল কি না তা তল্লাশি করে দেখা হয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর ধারণা, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ’কে ছিনতাইয়ের জন্য এমভি রুয়েন জাহাজটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে জলদস্যুরা।

গত মঙ্গলবার (১২ মার্চ) ২৩ নাবিকসহ ভারতীয় মহাসাগর থেকে কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের এই জাহাজটি জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। ছিনতাইয়ের পর জাহাজটিকে নিয়ে শুক্রবার (১৫ মার্চ) পর্যন্ত দুই বার স্থান পরিবর্তন করে জলদস্যুরা। সর্বশেষ সোমালিয়া উপকূলে তীর থেকে ৫ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ