Views Bangladesh Logo

জলদস্যুদের কবল থেকে ২৩ পাকিস্তানিকে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী

 VB  Desk

ভিবি ডেস্ক

রব সাগরে সোমালি জলদস্যুদের কবল থেকে ইরানের পতাকাবাহী একটি মাছ ধরার নৌকা উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। এ সময় নৌকাটিতে থাকা ২৩ পাকিস্তানি নাগরিককেও উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (৩০ মার্চ) এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ইরানের ওই নৌকায় ১২ ঘণ্টা ধরে অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। নৌকাটি ইয়েমেনের সোকোট্রা দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এদিকে টাইমস অব ইন্ডিয়া বলছে, গত বৃহস্পতিবার (২৮ মার্চ) আরব সাগরে ছিনতাই করা হয় ইরানি ফিশিং জাহাজ ‘আল–কাম্বার ৭৮৬’। ৯ জন অস্ত্রধারী জাহাজটি ছিনতাই করেছিল।

এ ব্যাপারে ভারতীয় নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ মার্চ সন্ধ্যায় একটি ইরানি মাছ ধরার নৌকা আল-কাম্বার ৭৮৬-এ একটি জলদস্যুতার ঘটনা জানার পর দুটি ভারতীয় নৌ জাহাজ অভিযান চালায়। ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চালানো অভিযানে প্রয়োজনীয় কৌশলগত পদক্ষেপের কারণে জলদস্যুরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এ সময় ২৩ জন পাকিস্তানি ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়।’

সম্প্রতি এই মাসের শুরুর দিকে আরেকটি সাহসী অভিযান চালায় ভারতীয় নৌবাহিনী। সেই রুদ্ধশ্বাস অভিযানে তারা জলদস্যুদের কবল থেকে ১৭ জন নাবিকসহ ছিনতাই করা এমভি রুয়েন নামের একটি জাহাজ উদ্ধার করে।

গত বছরের ১৪ ডিসেম্বর ভারতীয় উপকূল থেকে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দূরে জাহাজটি ছিনতাই করে জলদস্যুরা। ছিনতাইয়ের পর তারা জাহাজটি নিয়ে ভারত মহাসাগরে ঘুরে বেড়াতো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ