ভারতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের শীর্ষ নেতা শঙ্কর রাওসহ ২৯ জন মাওবাদী নিহত হয়েছেন।
এনডিটিভি জানায়, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে কাঙ্কের জেলায় মাওবাদীদের সঙ্গে ছত্তিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বিএসএফের এ সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলির লড়াই চলে।
ভারতীয় গণমাধ্যমটি আরও জানায়, বন্দুকযুদ্ধে তিন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।
এ ছাড়াও ঘটনাস্থল থেকে সাতটি একে-৪৭, তিনটি লাইট মেশিন গান-সহ বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক বিবৃতিতে পুলিশ আরও জানায়, ‘বন্দুকযেুদ্ধের পর এলাকায় তল্লাশি চালানোর সময় ২৯ জন মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
এ ব্যাপারে বিএসএফ এর এক মুখপাত্র জানিয়েছেন, বিশেষ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ছোটেবেটিয়া থানার কালপার জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিআরজি এবং বিএসএফ। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি ছুটে আসে। পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তারক্ষীরাও। আহত তিন নিরাপত্তারক্ষীর ২ জন বিএসএফ এর। তাদের অবস্থা স্থিতিশীল। আহত তৃতীয়জন ডিআরজি’র। তার অবস্থা গুরুতর। তাদের তিনজনকেই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে মাওবাদীরা বলছেন, তারা ভারতের দরিদ্র কৃষক এবং ভূমিহীন শ্রমিকদেরকে তাদের জমির উপর আরও নিয়ন্ত্রণ দিতে এবং বর্তমানে বড় বড় খনি কোম্পানিগুলো যে খনিজ পদার্থ উত্তোলন করছে তার উপর দাবি প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে