Views Bangladesh Logo

সীমান্তবর্তী ৩২ জেলার পুলিশ সুপারদের সতর্কতা জারি

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত-পাকিস্তান ক্রমবর্ধমান সংঘাতের প্রতিক্রিয়ায় দেশের সীমান্তবর্তী ৩২টি জেলার পুলিশ সুপারদের (এসপি) উচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।

চলমান উত্তেজনায় কোনো অপরাধী বা জঙ্গি যেন দেশে অনুপ্রবেশ করতে না পারে, তা নিশ্চিতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

বুধবার (৭ মে) ঢাকার গুলশানে সংবাদ সম্মেলনে এই নির্দেশনা প্রকাশ করেন সহকারী মহাপরিদর্শক (জনসংযোগ) এনামুল হক সাগর।

সাগর ব্যাখ্যা করেন, দেশের ৩২টি জেলায় ভারতের সাথে এবং তিনটি জেলায় মিয়ানমারের সাথে সীমান্ত রয়েছে। এই সংকটময় সময়ে যেন নিরাপত্তার কোনো ত্রুটি না ঘটে, তা নিশ্চিতেই আইজিপি ৩২টি জেলার এসপিকে সতর্ক করেছেন’।

তিনি বিশেষভাবে জোর দেন, ‘কোনো জঙ্গি বা সন্ত্রাসীকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া উচিত নয়’।

বাংলাদেশ ক্রীড়া ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ