Views Bangladesh Logo

ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল আর ২ দিন

পারস্পারিক সমঝোতার ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত ও পাকিস্তান। শিগগিরই দুই দেশের সামরিক অপারেশনের মহাপরিচালকরা (ডিজিএমও) বৈঠকে বসবেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানানো হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন বৈঠকে ভারত ও পাকিস্তানের মহাপরিচালকরা সীমান্তবর্তী এলাকা ও নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেয়া হলো যখন ধাপে ধাপে উত্তেজনা কমাতে এবং সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতার মাত্রা কমাতে সম্মত হয়েছে উভয় দেশ। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ১০ মে দুই দেশের মহাপরিচালকদের মধ্যে সমঝোতার পর উত্তেজনা কমানোর পদক্ষেপ অব্যাহত রাখাতে এবং সতর্কতার মাত্রা কমাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতির অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে।’

প্রসঙ্গত, ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলার জবাব দিতে গত ৭ ও ৮ মে মধ্যরাতে ‘অপারেশন সিন্দুর’ অভিযান পরিচালনা করে ভারত। ভারতের দাবি, তাদের এই অভিযানের লক্ষ্য পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা।

অন্যদিকে প্রতিবেশী দেশ পাকিস্তানও ভারতের ওপর ড্রোন ও রকেট হামলা চালায়, যা ভারতীয় বেসামরিক অঞ্চল ও সামরিক স্থাপনায় আঘাত হানে। প্রতিশোধ হিসেবে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে।

শেষ পর্যন্ত ১০ মে ভারত ও পাকিস্তান সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়, যা স্থল, আকাশ এবং সমুদ্র-তিন ক্ষেত্রেই তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ