ভারত-পাকিস্তান পরিস্থিতি ভয়াবহ, তাদের থামাতে চাই: ট্রাম্প
মারাত্মক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি আক্রমণের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই সংঘাতকে ‘অত্যন্ত ভয়াবহ’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশি দেশ দুটিকে অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
পহেলগামে ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানি সেনাবাহিনীর মতে, এই হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হন। জবাবে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে পাকিস্তান। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩ জন আহত হন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দক্ষিণ এশিয়ার অবনতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি উভয়কেই ভালোভাবে জানি এবং আমি তাদের এটি সমাধান করতে দেখতে চাই। আমি তাদের থামাতে চাই’।
আক্রমণের পূর্ব-প্রকৃতি তুলে ধরে ট্রাম্প আশা প্রকাশ করেন, উভয় দেশই পরিস্থিতির উত্তেজনা কমিয়ে আনবে।
‘আমি আশা করি, তারা এখনই থামাতে পারবে। উভয় দেশের সাথেই আমাদের দৃঢ় সম্পর্ক রয়েছে এবং আমি চাই, এই সংঘাতের অবসান হোক। যদি আমার কোনো সাহায্য করার উপায় থাকে, তাহলে আমি সাহায্য করতে এবং জড়িত থাকতে প্রস্তুত’।
২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশির ভাগই পর্যটক। এ ঘটনার পেছনে পাকিস্তানের হাত ছিল দাবি করে প্রতিশোধের ঘোষণা দেয় ভারত। এরপর থেকে কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ চলে আসছে।
উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে