Views Bangladesh

Views Bangladesh Logo

টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব দাবি ভারতের, চলছে তীব্র সমালোচনা

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশের বিখ্যাত টাঙ্গাইলের শাড়িকে নিজেদের ঐতিহ্য বলে দাবি করেছে ভারত। দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি এমন দাবি করার পর এ নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছে নয়াদিল্লি।

বৃহস্পতিবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টে বলা হয়, হাতে বোনা ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি ভারতের পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত।

ওই পোস্টে আরও বলা হয়েছে, ‘টাঙ্গাইল শাড়ি, পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত, একটি ঐতিহ্যগত হাতে বোনা মাস্টারপিস। এর সূক্ষ্ম গঠন, স্পন্দনশীল রং এবং জটিল জামদানি মোটিফের জন্য বিখ্যাত—এটি এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।’

এ ছাড়াও প্রতিটি টাঙ্গাইল শাড়িই দেশটির দক্ষ কারুকার্যের প্রমাণ, ঐতিহ্য এবং কমনীয়তাকে একত্রিত করে বলেও দাবি করা হয়েছে।

ফেসবুকে ওই পোস্টের পরই ব্যাপক বিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পোস্টটি প্রকাশ করার পর এতে এখন পর্যন্ত ১৩ হাজারের বেশি প্রতিক্রিয়া ও প্রায় তিন হাজার মন্তব্য পড়েছে। এসব মন্তব্যের প্রায় সবই ভারতীয় দাবির প্রতিবাদ ও সমালোচনা করে করা হয়েছে।

বিখ্যাত টাঙ্গাইলের শাড়ির উৎস বাংলাদেশ হলেও সম্প্রতি এর ভৌগোলিক নির্দেশক (জিআই স্বত্ব) নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, গেলো মাসে সুন্দরবনের মধুর পাশাপাশি আরও চারটি সম্পদের জিআই স্বত্ব পেয়েছে ভারত। এরমধ্যে রয়েছে- গরদ, কড়িয়াল, টাঙ্গাইলের শাড়ি এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ির সুগন্ধি কালোনুনিয়া চাল।

টাঙ্গাইলের শাড়ির জিআই স্বত্ব পাওয়ার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে স্বাগত জানান এবং ভারতীয়দের অভিনন্দন জানিয়ে টুইটও (বর্তমান এক্স) করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ