Views Bangladesh Logo

বাংলাদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে সাধারণ মানুষ উপকৃত হবে: প্রণয় ভার্মা

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারিত্বে অবশ্যই উভয় দেশের সাধারণ মানুষ উপকৃত হবে।

তিনি জোর দিয়ে বলেন, আমাদের সম্পর্ক সবসময়ই জনকেন্দ্রিক ছিল।

শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হাইকমিশনার প্রণয় বর্মা বলেন, “আমাদের সাংস্কৃতিক ও সামাজিক সংযোগের বাস্তবতা এবং পারস্পরিক নির্ভরশীলতা ও লাভের যৌক্তিকতাই আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।”

তিনি আরও বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের সঙ্গে একটি “স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দূরদর্শী এবং পারস্পরিক ভালো’ সম্পর্ক চাইবে, যেখানে জনগণই প্রধান অংশীদার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করছে এবং বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও একে-অপরের দৃষ্টিভঙ্গি, উদ্বেগ এবং অগ্রাধিকারের ভিত্তিতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ দলের উপদেষ্টারা, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধিরা, থিঙ্ক-ট্যাঙ্ক সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ