Views Bangladesh

Views Bangladesh Logo

ইন্দোনেশিয়ায় সোনার খনি ধসে ১৫ জনের প্রাণহানি

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সোনার খনিতে ভূমিধসে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি হয়েছে এবং ২৫ জনের মত নিখোঁজ রয়েছেন।

শুক্রবার জাকার্তা থেকে স্থানীয় এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

দেশটির প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান ইরওয়ান এফেন্দি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসের পর সোলোক জেলায় অবৈধ সোনার খনিটি ধসে পড়ে।

ইরওয়ানের অনুমান অনুযায়ী, ঘটনার সময় খনিতে অন্তত ২৫ জন লোক ছিল। তাদের মধ্যে ১৫ জন মারা গেছেন, তিনজন আহত এবং সাতজন নিখোঁজ হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী শুক্রবার ভোরে নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

এর আগে জুলাই মাসে, পূর্বাঞ্চলীয় প্রদেশ গোরোন্টালোতে লাইসেন্সবিহীন আরেকটি সোনার খনিতে ভূমিধসে ২০ জনেরও বেশি লোক মারা গিয়েছিলেন এবং ১০ জনেরও বেশি নিখোঁজ ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ