Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মিছিল নিয়ে ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে এসে সড়কে বসে পড়েন বিক্ষোভকারীরা। এ সময় তারা উপযুক্ত ক্ষতিপূরণ ও পর্যাপ্ত সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আহত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রবেশ গেটের সামনের রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন।

কার্যালয়টির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, এপিবিএন এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা তাদেরকে ঘিরে রেখেছেন।

এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে, যেমন শ্যামলী, শাহবাগ এবং প্রধান উপদেষ্টার বাসভবন জমুনায় অবরোধ কর্মসূচি পালন করেছিলেন আহত বিক্ষোভকারীরা । তখনও তারা স্বীকৃতি এবং পুনর্বাসনের দাবি জানিয়েছিলেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ