Views Bangladesh Logo

চিকিৎসা পেয়ে বনে ফিরল আহত বন্যহাতি

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে আঘাতপ্রাপ্ত ও অসুস্থ এক মাদি বন্যহাতিকে চিকিৎসাসেবা দিয়েছে বন বিভাগ। ভারত সীমান্তবর্তী নয়াবিল ইউনিয়নের দাওধারা কাটাবাড়ীপাড়ার পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার (১ মে) এ চিকিৎসা কার্যক্রম চালানো হয়।

বন বিভাগের তথ্য মতে, পাহাড়ি এলাকায় শতাধিক বন্যহাতি বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঘোরাফেরা করছে। খাদ্যের সন্ধানে এরা মাঝেমধ্যেই লোকালয় ও ফসলি জমিতে চলে আসে। স্থানীয়দের সঙ্গে ‘মানব-হাতি সংঘাত’ বেড়ে যাওয়ায় অনেকেই বৈদ্যুতিক ফাঁদ বা দেশীয় অস্ত্র ব্যবহার করে হাতি তাড়ানোর চেষ্টা করছেন।

সম্প্রতি নির্মাণাধীন পর্যটন এলাকার পাশে এক মাদি হাতিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে চিকিৎসা দেন।

গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, ‘প্রায় ৩/৪ মাস আগে দেশীয় অস্ত্র দিয়ে হাতিটিকে আঘাত করা হয়। ৩/৪ ইঞ্চি চওড়া ক্ষতটি প্রায় ৬ ইঞ্চি গভীর। আঘাতে দেহের মেজর টিস্যু নষ্ট হয়ে গেছে। আমরা জায়গাটি ড্রেসিং করে এন্টিবায়োটিক দিয়েছি। আশা করছি , সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

এই মানবিক উদ্যোগে অংশ নেন নালিতাবাড়ী প্রাণিসম্পদ অফিসার ডা. সাকিব হোসেন সাগর, গাজীপুর সাফারি পার্কের ল্যাব টেকনিশিয়ান আতিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী টেকনিশিয়ান মোস্তফা কামাল এবং বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রাকৃতিক পরিবেশে বন্যপ্রাণীর টিকে থাকার সংগ্রামে এই ধরনের সহানুভূতিশীল পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন স্থানীয় মানুষজন ও পরিবেশকর্মীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ