Views Bangladesh Logo

মূল্যস্ফীতি কমলে সুদহার কমানো হবে: গভর্নর

সময় দিলে মূল্যস্ফীতি ৫ শতাংশের নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, তবে এটি ৭ শতাংশের নিচে নামলে তখন থেকে সুদহার কমানো হবে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে অনুষ্ঠানটি হয়।

গভর্নর আহসান এইচ মনসুর বলেন, কেন্দ্রীয় ব্যাংক কমপ্লায়েন্স, রেগুলেটর, এনফোর্সমেন্টের দিকে নজর দিবে। দক্ষতা ও ট্রেনিংয়ের ওপর জোর দিতে হবে। বাংলাদেশে দক্ষ লোকের অভাব রয়েছে। আমাদের দুর্বলতা প্রকট। আমরা যে কাজগুলোতে দিয়েছি, আশা থাকবে পরবর্তী সরকার যেন কাজগুলো এগিয়ে নিয়ে যায়।

তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এর ফলে দেশের রিজার্ভও নিজস্ব সক্ষমতায় কিছুটা বেড়েছে। ডলারের বাজারও স্থিতিশীল রয়েছে। তবে দুবাইয়ে একটি চক্র রেমিট্যান্সের বাজার নিয়ন্ত্রণ করছে। দুবাইয়ে অল্প কিছু বাঙালি রয়েছে, আর সেই দেশ থেকে রেমিট্যান্স বেশি আসছে। এতেই বোঝা যায়, চক্রটি সক্রিয় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ