Views Bangladesh Logo

সোমালিয়ায় জিম্মিদের উদ্ধারে আন্তমন্ত্রণালয় বৈঠক আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমালিয়ার জলদস্যুদের কবজা থেকে এমভি আবদুল্লাহ ও এতে থাকা ২৩ নাবিককে উদ্ধারে কর্মপরিকল্পনা ঠিক করতে আন্তমন্ত্রণালয় বৈঠক ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশিদ আলম।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও এজেন্সি কর্তৃপক্ষকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব (আফ্রিকা) মো. ইফতেখার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য পাওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, সোমালি জলদস্যুদের কবজায় থাকা জাহাজ ও ক্রুদের নিরাপদে উদ্ধারে কর্মকৌশল ঠিক করতেই এ বৈঠক।

এদিকে, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘এমভি আবদুল্লাহ’কে নিয়ে নিজেদের নিয়ন্ত্রণাধীন উপকূলের দিকে রওনা হয়েছেন জলদস্যুরা। জাহাজটির গতিপথ পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের মধ্যে জাহাজটি সেখানে পৌঁছার কথা। পৌঁছার পর জাহাজ ও নাবিকদের মুক্তিপণ নিয়ে দরকষাকষি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। নৌ-পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী ‘এমভি আবদুল্লাহ’ জাহাজটি সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহাজটি গতকাল ভোরে ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম দিকে স্থলভাগ থেকে ৪৮০ নটিক্যাল মাইল দূরে ছিল।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘জোয়ার অনুকূলে থাকায় জাহাজটি যে গতিতে চলছে, তাতে বৃহস্পতিবার (আজ) দুপুরের মধ্যে সোমালিয়া উপকূলে পৌঁছে যাবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ