Views Bangladesh Logo

প্রতিবাদের পর ইন্টারনেটের শুল্ক কমানোর সিদ্ধান্ত

ব্যবসায়ীদের দীর্ঘদিনের নিরবিচ্ছন্ন প্রতিবাদের পর মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সেবায় ২৩ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে পূর্বের ২০ শতাংশ শুল্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা গেছে, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে। গত ৯ জানুয়ারি এই শুল্ক আরোপ করা হয়েছিল। তবে বর্তমান সিদ্ধান্তে তা সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হলো।

এছাড়া মোবাইল ফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টকটাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) ২০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল, যা আবার পূর্বের ২০ শতাংশে ফিরিয়ে আনা হয়েছে।

এনবিআরের দ্বিতীয় সচিব বদরুজ্জামান মুন্সী জানিয়েছেন, রোববারের মধ্যে কিছু পণ্যের ওপর ভ্যাট হার কমানোর বিষয়ে এসআর (সরাসরি রুল) জারি হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ পণ্যের ব্যাপারে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এছাড়াও রেস্তোরাঁ সেবার ক্ষেত্রে ১০ শতাংশ ভ্যাট ১৫ শতাংশে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে পরবর্তীতে তা পরিবর্তন করে পুনরায় ৫ শতাংশ করা হয়েছে। আরও কিছু খাতের ক্ষেত্রে ভ্যাট হ্রাসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেমন পোশাক এবং নন-এসি হোটেল সেবা, যেগুলোর ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে চলেছে।

গত ৯ জানুয়ারি এক অধ্যাদেশের মাধ্যমে অনেক পণ্য ও সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে তা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এবং সরকারকে এই সিদ্ধান্ত পর্যালোচনা করতে হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ