Views Bangladesh Logo

কেএফসি’র মশলাদার ঝাল বার্গার ‘ন্যাশভিল জিঙ্গার’ এল বাজারে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বব্যাপী পরিচিত ব্র্যান্ড কেএফসি-এর বাংলাদেশে একমাত্র বিক্রয় প্রতিনিধি ট্রান্সকম ফুডস লিমিটেড। ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কেএফসি-এর খাবার বিক্রি করছে। আপনার স্বাদ বাড়াতে ও জিভ জ্বালাতে ট্রান্সকম এবার বাংলাদেশের বাজারে নিয়ে এল কেএফসির নতুন মশলাদার ঝাল বার্গার ‘ন্যাশভিল জিঙ্গার’। প্রচণ্ড ঝাল এবং সুস্বাদু খাবার হিসেবে ন্যাশভিল বার্গার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে খুব জনপ্রিয়। জিভের স্বাদ বাড়াতে এবার এই ন্যাশভিল বার্গার পাওয়া যাবে বাংলাদেশের কেএফসির শপগুলোতে। টক-ঝাল-মিষ্টি স্বাদের এই অনন্য বার্গার আপনার প্লেট থেকে মুখে উঠতে দেরি, জিভে স্বাদ ছড়িয়ে পড়তে দেরি হবে না, মুহুর্তে আপনি হারিয়ে যাবেন এক সঙ্গে হরেক রকম স্বাদের আবেশে।

ন্যাশভিল জিঞ্জারে থাকবে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, লেটুস এবং হালাপিনিউর (এক প্রকার ছোট মরিচ) একটি সতেজ মিশ্রণ। যার সাথে থাকবে এক টুকরো পনির, ক্রিমি মায়ো। এই সবগুলো আটকে থাকবে একটি বড় ক্যারামেলাইজ্ড বানের ভেতরে। প্রতিটা কামড়ই হবে দারুণ ঝালের মোহনীয় স্বাদের। টক-ঝাল-মিষ্টির সঙ্গে থাকবে কুড়মুড়ে একটা ব্যাপার। একবার খাওয়া মানেই এক পরিপূর্ণ ট্রিট।

বাংলাদেশে প্রথমবারের মতো এল এই অনন্য বার্গার। দেশের সব কেএফসির ফুড চেইনে এই বার্গার পাওয়া যাবে। গ্রাহকরা চাইলে কেএফসির দোকানে গিয়েও খেতে পারবেন, চাইলে নিয়েও যেতে পারবেন। প্রয়োজনে ডেলিভারির জন্য কল করতে পারবেন কেএফসি-এর অ্যাপের মাধ্যমে। বার্গারটির মূল্য ৩৯৯ টাকা মাত্র।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ