রবিবার ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক
বাংলাদেশ সফরে রবিবার (৫ মে) ঢাকায় আসছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক অ্যামি পোপ। অ্যামির সফরে অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এ ব্যাপারে ঢাকার এক কূটনীতিক বলেন, অভিবাসনের বাইরে রোহিঙ্গা ইস্যুও তাদের ফোকাসে থাকবে। আইওএম ডিজি কক্সবাজারে যাবেন। তিনি সঙ্গে করে কিছু দাতা নিয়ে আসার কথা রয়েছে। রোহিঙ্গাদের তহবিলের ব্যাপারটা আছে।
তিনি জানান, জাতিসংঘের সঙ্গে আমরা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছি। তারই অংশ হিসেবে জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানকে বাংলাদেশে যতটা সম্ভব আনা যায় সেই চেষ্টা করা হচ্ছে। সংস্থাটির সব প্রধানকে হয়তো আনা সম্ভব হবে না। তবে যতটা আনা যায় বা তারা বাংলাদেশ সফর করেন। আইওএম ডিজি (মহাপরিচালক) দিয়ে সফরটা শুরু হচ্ছে। এ মাসের মাঝামাঝি এবং শেষের দিকেও কারও কারও আসার কথা রয়েছে। আমরা চেষ্টা করব, সারা বছর কাউকে না কাউকে আনতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৫-৯ মে পর্যন্ত বাংলাদেশ সফর করবেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ। তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে তার সফরের কর্মসূচি শুরু করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে