টানা হার ম্যানইউ-চেলসির, উড়ছে নিউক্যাসল
ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো চমকে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইসপউইচ টাউন। তারা ২-০ গোলে হারিয়েছে চেলসিকে। প্রিমিয়ার লিগে ২২ বছর পর ঘরের মাঠে চেলসিকে হারাল ইসপউইচ। গত রাতে হারের তিতকুটে স্বাদ পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডও। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরেছে জায়ান্ট দলটি।
এ জয়ে টানা চার ম্যাচে জিতল নিউক্যাসল। পয়েন্ট টেবিলে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে দলটি। তাদের অর্জন ৩২ পয়েন্ট। অন্যদিকে, ২২ পয়েন্ট নিয়ে টেবিলে ১৪ নম্বরে ম্যানইউ। অপরদিকে, হেরে যাওয়া চেলসি টেবিলের চার নম্বরে নেমে গেছে। তাদের অর্জন ৩৫ পয়েন্ট। ১৮তম অবস্থান উন্নতি হয়েছে ইসপউইচ টাউনের। তাদের অর্জন ১৫ পয়েন্ট। পয়েন্ট টেবিলে শীর্ষ স্থানে থেকে বছর শেষ করেছে লিভারপুল। তাদের অর্জন সর্বোচ্চ ৪৫ পয়েন্ট।
বছরের শেষ ম্যাচটি জয়ে রাঙালেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির অবস্থা ভালো নয়। টেবিলের ছয় নম্বরে থাকা তাদের অর্জন ৩২ পয়েন্ট। দলটির কোচ পেপ গার্দিওয়ালা এবার লিগ শিরোপা জয়ের আশা ছেড়ে দিয়েছেন।
ইংলিশ লিগে টানা তিন ম্যাচে হারল ম্যানইউ। এখন দলটির অবনমন ঠেকানোই দায়। ইতিহাসে এক বাজে সময় পার করছে ম্যানইউ। অবনমন প্রসঙ্গে দলটির কোচ রুবেন আমুরি জানান, ‘আমার ধারণা, এটা একটা সম্ভাবনা।'
ম্যানইউর মতো জায়ান্ট ক্লাবের ব্যর্থতার দায় নিজের কাঁধেও নিচ্ছেন কোচ আমুরি। এ মৌসুমে যদি লিগে অবনমন হয় ম্যানইউর তাহলে ইতিহাসে ষষ্ঠবারের মতো এমন বিব্রতকর লজ্জায় পড়বে দলটি।
এর আগে ১৯৭৩-৭৪ মৌসুমে ইংলিশ লিগে অবনমন হয়েছিল তাদের। এরই মধ্যে ইতিহাসের বিব্রতকর কিছু রেকর্ড ঠিকই ভেঙেছে ম্যানইউ। ডিসেম্বরে তারা ৬ ম্যাচে হেরেছে। ১৯৩০ সালের সেপ্টেম্বরের (৭টি হার) পর যা এক মাসে সর্বোচ্চ হারের রেকর্ড।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে