ইসরায়েল নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান
ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)।
এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পরে এবিষয়ে ইসরায়েলি নাগরিকদের সতর্ক করা হয়েছে। মিসাইল হামলার সাইরেন শোনা মাত্রই 'সুরক্ষিত স্থানে' নাগরিকদের দ্রুত আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে আইডিএফ।
এবিষয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে সুরক্ষিত স্থান (বাঙ্কার, এয়ার রেইড শেল্টার) ত্যাগ না করার অনুরোধও করা হয়েছে।
রয়টার্সের খবর অনুযায়ী, এই সতর্কতা জারির কিছুক্ষণ পরেই ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে ইরানের ক্ষেপণাস্ত্র।
আইডিএফের বরাত দিয়ে বলা হয়, বড় এক ঝাঁক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এরমধ্যে ব্যালেস্টিক মিসাইলের সংখ্যাই শতাধিক হতে পারে।
আঘাত হানার আগেই ইরানের মিসাইল ধ্বংস করতে তৎপর হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর রকেট নিক্ষেপ করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে