ইরানে হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত
হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে-এর মতো জনপ্রিয় বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে ভোট দিয়েছে ইরান কর্তৃপক্ষ। ইন্টারনেট ব্যবহারের ওপর দীর্ঘদিনের বিধিনিষেধ কমানোর প্রথম পদক্ষেপ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।
মঙ্গলবার ইরান সরকারের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে নেতৃত্ব দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন এবং ইন্টারনেট ব্যবহারের ওপর থাকা সীমাবদ্ধতা ধাপে ধাপে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সাত্তার হাশেমি ইরনাকে বলেন, ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হিসেবে এটি নেয়া হলো। তবে এই সিদ্ধান্ত কার্যকরের নির্দিষ্ট তারিখ এখনো স্পষ্ট করে জানানো হয়নি।
এর আগে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও আন্দোলনের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার দেখা যায়। ২০২২ সালে নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে ২০০৯ সালে ফেসবুক, টুইটার (বর্তমান এক্স), ও ইউটিউবের মতো প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়। তখন থেকে দেশটিতে এগুলো নিষিদ্ধ রয়েছে। এরপর ২০২২ সালে ইরানের পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়লে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করা হয় ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে