Views Bangladesh Logo

ট্রাম্পকে কখনোই হত্যার ষড়যন্ত্র করেনি ইরান: প্রেসিডেন্ট মাসুদ

 VB  Desk

ভিবি ডেস্ক

রান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র করেনি বলে দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন এবং ট্রাম্প ও মার্কিন সরকারের অতীত অভিযোগ অস্বীকার করেন।

গত নভেম্বরে, মার্কিন বিচার বিভাগ ইরানের এলিট রেভল্যুশনারি গার্ড কর্পসের (ইরানি সশস্ত্র বাহিনীর একটি বহু-সেবামূলক শাখা) আদেশে ট্রাম্পকে হত্যার একটি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইরানি নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে আইন প্রয়োগকারী সংস্থা এই ষড়যন্ত্রের বাস্তবায়ন থামাতে সক্ষম হয়।

ট্রাম্প গত বছর মার্কিন নির্বাচনি প্রচারণার সময় বলেছিলেন, ইরান সম্ভবত তাকে হত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘একেবারেই না। আমরা কখনোই এ ধরনের কিছু করার চেষ্টা করিনি এবং করবও না।’

ট্রাম্প গত বছরের মার্কিন নির্বাচনে বিজয়ী হয়ে সোমবার দায়িত্ব গ্রহণ করবেন। নির্বাচনি প্রচারণার সময় দুটি হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন তিনি। একটি সেপ্টেম্বরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে তার গলফ কোর্সে এবং আরেকটি জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশে। তবে তদন্তকারীরা কোনো ক্ষেত্রেই ইরানের জড়িত থাকার প্রমাণ পাননি।

এর আগে, সাইবার অপারেশনের মাধ্যমে মার্কিন বিষয়গুলোতে হস্তক্ষেপের অভিযোগও ইরান অস্বীকার করেছে।

তেহরান বলেছে, ওয়াশিংটন কয়েক দশক ধরে ইরানের অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করে আসছে। ১৯৫৩ সালে ইরানের প্রধানমন্ত্রীকে উৎখাতের অভ্যুত্থান থেকে শুরু করে ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় ইরানের সামরিক কমান্ডার হত্যার ঘটনাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করেছে তেহরান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ