Views Bangladesh Logo

পাকিস্তান সফর শেষে ভারতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বৃহস্পতিবার (৮ মে) ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। তিনি ২০তম ভারত-ইরান যৌথ কমিশন বৈঠকে সহসভাপতিত্ব করবেন। এই বৈঠকটি দুই দেশের মধ্যে ৭৫তম মৈত্রী চুক্তি বর্ষ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব নেয়ার পর এটি আরাগচির প্রথম ভারত সফর। সফরের অংশ হিসেবে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যৌথ কমিশন বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং জ্বালানি, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। করোনা মহামারির কারণে এই বার্ষিক বৈঠক কয়েক বছর পিছিয়ে গিয়েছিল।

এই সফর এমন সময় হচ্ছে যখন ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে উত্তেজনা তুঙ্গে। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করে। ওই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদীনের ঘাঁটি লক্ষ্য করে ৯টি নির্দিষ্ট স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ