Views Bangladesh Logo

‘সম্পূর্ণ পুড়ে গেছে’ রাইসিকে বহনকারী হেলিকপ্টার, সকল যাত্রীর মৃত্যুর শঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

রানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিকে 'সম্পূর্ণ পুড়ে গেছে' বলে জানিয়েছেন দেশটির একজন ঊর্ব্ধতন কর্মকর্তা।

আজ সোমবার (২০ মে) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনায় সম্পূর্ণ পুড়ে গেছে। দুর্ভাগ্যবশত, সব যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।”

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি নিশ্চিত করেছে যে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটিকে পাওয়া গেছে এবং এর যথাযথ অবস্থান সনাক্ত হয়েছে। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে রেড ক্রিসেন্ট জানায়, তাদের উদ্ধারকারী দল হেলিকপ্টারটির সম্ভাব্য অবতরণ স্থানের দিকে যাচ্ছে। তুরস্কের একটি ড্রোন ঘটনাস্থলে হট স্পট সনাক্ত করার পরে তারা সেখানে যাত্রা শুরু করে।

ইরানের রেভল্যুশন গার্ডস কর্পসের একজন কমান্ডার নিশ্চিত করেছেন যে তাপের উৎস সনাক্ত করাকে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ বলে মনে করা হচ্ছে।

রোববার আজারবাইজান-ইরান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান অঞ্চলে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি প্রতিকূল পরিবেশে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ