Views Bangladesh Logo

সরকারের সমালোচনায় গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারের সমালোচনামূলক গান করায় জনপ্রিয় র‍্যাপার তোমাজ সালেহির মৃত্যুদণ্ড দিয়েছেন ইরানের আদালত। সম্প্রতি ইরানের সংবাদ আউটলেট শার্গ ডেইলিকে বিষয়টি জানিয়েছেন আইনজীবী আমির রেসিয়ান। তবে রাষ্ট্রপক্ষের কেউ এই মৃত্যুদণ্ড নিয়ে মুখ খোলেনি।

দুই বছর আগে ২২ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাসা আমিনি পুলিশ হেফাজতে মারা যান। সে ঘটনায় সোচ্চার হয় দেশটির বহু মানুষ। ইরানজুড়ে সে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ সেসময় রাজপথে নামেন।

সেই আন্দোলনের সময় ৩৩ বছর বয়সী তোমাজ সালেহি ইরানের দুর্নীতি, শাসনব্যবস্থা ও সরকারের নানা রকম সমালোচনা করে গান করেন। এমন ঘটনায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হন। বিভিন্ন সময় তাঁকে হুমকিও দেওয়া হয়। কিন্তু গান দিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার ছিলেন তিনি।

ইরানের পুলিশ ২০২২ সালে সালেহিকে প্রথমবার গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে তাঁকে ৬ বছর ৩ মাসের জেল দেওয়া হয়। পরে ইরানের সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিনে বের হন। এর কিছুদিন পরেই তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ