হিজাব ছাড়া কনসার্ট করায় ইরানি সংগীতশিল্পী গ্রেপ্তার
২৭ বছর বয়সী গায়িকা পারাস্তু আহমাদিকে হিজাব ছাড়া ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে ইরান। এই ঘটনায় তার বিরুদ্ধে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পারফরম্যান্সের সময় তিনি একটি লম্বা কালো স্লিভলেস পোশাক পরেছিলেন, যা হিজাব পরিধানের বাধ্যবাধকতাকে অমান্য করে।
কনসার্টের ভিডিও ইউটিউবে শেয়ার করার সময় আহমাদি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, এমন এক মেয়ে যে তার প্রিয় মানুষের জন্য গান গাইতে চায়। এটা আমার অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি; আমি গভীর ভালোবাসায় আমার প্রিয় মাতৃভূমির জন্য গান গেয়েছি।’
এই কনসার্ট ইতিমধ্যেই অনলাইনে ১৪ লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনলাইনে তার সাহসের প্রশংসা করেছেন বহু মানুষ।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানে নারীদের অধিকারের বিষয়টি অত্যন্ত বিতর্কিত। ২০২২ সালে কুর্দি ইরানি নারী জিনা মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সরকার বিক্ষোভ কঠোরভাবে দমন করে এবং শীর্ষস্থানীয় আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানায়। ইরানের অনেক নারী বাধ্যতামূলক হিজাবসহ কঠোর পোশাকবিধির বিরুদ্ধে তাদের প্রতিবাদ প্রকাশ করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে