টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড
অ্যাডায়ার ভ্রাতৃদ্বয়ের অসাধারণ পারফরম্যান্সে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১০ রানে হারিয়ে ইতিহাসের পাতায় নাম উঠিয়েছে আয়ারল্যান্ড।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ রানের জয় পায় আইরিশরা।
আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ১৯৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আয়ারল্যান্ড। ১৩তম ওভার শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আয়ারল্যান্ডের উদ্বোধনী জুটিতে আসে ১৩৭ রান। অধিনায়ক পল স্টার্লিং ৩১ বলে ৫২ রানে থামলেও আরেক ওপেনার রস অ্যাডায়ার ৫৮ বলে ৫ চার ও ৯ ছয়ে ১০০ রান পূর্ণ করেন। এই ইনিংসে অ্যাডায়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বাধিক ৯ ছক্কার রেকর্ড গড়েন।
১৯৬ রানের লক্ষমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল আফ্রিকার দুই ওপেনার রায়ান রিকেলটন ও রেজা হেনরিকস। রিকেলটন ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করে আউট হয়ে গেলে মার্ক অ্যাডায়ারের বোলিং তোপে ভেঙ্গে পড়ে আফ্রিকান শিবির। ৩২ বলে ব্যক্তিগত ৫১ রান করে ফেরেন রেজা হেনড্রিকস । শেষের দিকে ব্রিজকে’র ৪১ বলে ৫১ রান পরাজয়ের মাত্রা কমায়।
মার্ক অ্যাডায়ার শিকার করেন চার উইকেট। ১৯ তম ওভারে তিন উইকেট তোলে নিয়ে আফ্রিকার জয়ের স্বপ্ন নসাৎ করে দেয় মার্ক। এছাড়া, গ্রাহাম হিউম ও ফিওন হ্যান্ড সমান ৩টি উইকেট শিকার করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে