Views Bangladesh Logo

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে সেচ পাম্প

সেচ পাম্প চালানোর সময় বেঁধে দিলো সরকার। প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোট ৬ ঘন্টা সেচ পাম্প চালানো যাবে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্রীষ্ম ,সেচে এবং রমজানে উপলক্ষ্যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠকে এ সময় বেঁধে দেয়া হয়। আগে রাত ১১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৮ ঘন্টা সেচ পাম্প চালানো হতো। এখন তা কমিয়ে ৬ ঘন্টা করা হলো।

বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন ,চলমান গ্রীষ্মকাল ,সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে । বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরো উন্নতি হবে।


তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ -গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য । এ সময় সিদ্ধান্ত গৃহীত হয় যে ,সেচ কাজের জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষ্যে ৭ এপ্রিল ২০২৪ থেকে ১৮ই এপ্রিল ২০২৪ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘন্টায় খোলা থাকবে।


বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো: নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ