Views Bangladesh

Views Bangladesh Logo

রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত চলবে সেচ পাম্প

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

বুধবার, ১৩ মার্চ ২০২৪

সেচ পাম্প চালানোর সময় বেঁধে দিলো সরকার। প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোট ৬ ঘন্টা সেচ পাম্প চালানো যাবে। আজ রাজধানীর বিদ্যুৎ ভবনে গ্রীষ্ম ,সেচে এবং রমজানে উপলক্ষ্যে বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠকে এ সময় বেঁধে দেয়া হয়। আগে রাত ১১ টা থেকে সকাল ৭টা পর্যন্ত ৮ ঘন্টা সেচ পাম্প চালানো হতো। এখন তা কমিয়ে ৬ ঘন্টা করা হলো।


বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন ,চলমান গ্রীষ্মকাল ,সেচ মৌসুম ও পবিত্র রমজানে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার সকলকে স্বস্তি দিবে । বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরো উন্নতি হবে।


তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ -গ্যাস সরবরাহ আমাদের মূল লক্ষ্য । এ সময় সিদ্ধান্ত গৃহীত হয় যে ,সেচ কাজের জন্য রাত বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত বৈদ্যুতিক পাম্প চালু থাকবে। সিএনজি স্টেশন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ উপলক্ষ্যে ৭ এপ্রিল ২০২৪ থেকে ১৮ই এপ্রিল ২০২৪ পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘন্টায় খোলা থাকবে।


বৈঠকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মো: নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও পিডিবির চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ