ইসকনের বাংলাদেশ শাখার ওয়েবসাইট বন্ধ
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বাংলাদেশ শাখার ওয়েবসাইট বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর থেকে তাদের ওয়েবসাইটে (iskconbd.org) প্রবেশ করা যায়নি।
ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, (Bandwhidth Limit Execceded, Server is temporary unavilable)।
তবে ইসকনের বাংলাদেশ শাখার ওয়েবাসাইট বন্ধ থাকলেও তাদের মূলটিতে প্রবেশ করা যাচ্ছে।
ইসকনের যাত্রা শুরু হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ১৯৬৬ সালে ৫৮ বছর আগে। এটির প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সময়ের ব্যবধানে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে সংগঠনটির।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে